যদি জিজ্ঞাসা করা হয়, কোরআনের তাফসীরের সর্বোত্তম পদ্ধতি কোনটি? অবশ্যই সেই বইটি যাতে সর্বচ্চ কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। কোরআনে ব্যবহৃত সাধারণ আয়াতের এক অংশ, সাধারণত আয়াতের অন্য জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। আর যদি সহজে খুঁজে না পাওয়া যায়, তখন হাদিস বা সুন্নাহ দেখা উচিত। কারণ তাতে বিশদ ভাবে ব্যাখ্যা কারা হয়েছে। আল্লাহ বলেছেন:

নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি যেন তুমি তদনুযায়ী মানবদের মাঝে বিচার-ফয়সালা করতে পার। যা আল্লাহ তোমাকে শিক্ষা দান করেছেন এবং তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হয়ো না। (সূরা আন নিসা: ১০৫)

আরও বলেছেন,

 এবং তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা করে।  (সূরা নাহল : ৪৪)

 

তাফসীর ইব্‌নে কাসীর

ইবনে কাসীর (১৩০১-১৩৭৩)-এর লেখা কোরআন তাফসীর বই। এটি সকল তাফসীর বই গুলোর মধ্যে  সমগ্র বিশ্বে সবচেয়ে বিখ্যাত এবং স্বীকৃত ব্যাখ্যা। এতে খুঁজে পাবেন হাদীসের সেরা উপস্থাপনা, ইতিহাস, এবং পাণ্ডিত্যপূর্ণ ভাষ্য।

তাফসীর ইব্‌নে কাসীর ১,২ ও ৩ খন্ড

 

 

 

 

 

 

 

 

 

বইটির প্রকাশনার তথ্য

বইঃ তাফসীর ইবনে কাসীর (১-১৮ খন্ড)
মূল: হাফেজ আল্লামা ইমাদুদ্দিন ইব্‌নু কাসীর (রহঃ)
অনুবাদ: ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী
প্রকাশকঃ তাফসীর পাবলিকেশন কমিটি

Download Links

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফেসবুকে যারা মন্তব্য করেছেনঃ

(Visited 15,853 times, 1 visits today)